২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:১৩

ব্রিটেন ও সৌদি আরবের সামরিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর

অনলাইন ডেস্ক

ব্রিটেন ও সৌদি আরবের সামরিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর

সৌদি আরব ও ব্রিটেন সামরিক সহযোগিতা বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। উপসাগরীয় প্রতিদ্বন্দ্বী দেশ কাতার ইউরোপীয় এ দেশ থেকে যুদ্ধবিমান ক্রয়ে একটি চুক্তি স্বাক্ষর করার মাত্র দু'দিন পর তারা এ চুক্তি করলো। 

মঙ্গলবার সৌদি বার্তা সংস্থা (এসপিএ) পরিবেশিত এক বিবৃতিতে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বন্দর নগরী জেদ্দায় সফররত ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা সম্পর্ক নিয়ে আলোচনার পর এ চুক্তি স্বাক্ষর করা হয়। তবে বিবৃতিতে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এসপিএ জানায়, বৈঠককালে তারা দ্বি-পাক্ষিক সম্পর্ক বিশেষকরে প্রতিরক্ষা খাতে যৌথ সহযোগিতা বিষয়ে পর্যালোচনা করেন। তারা সন্ত্রাসবাদ দমন প্রচেষ্টা নিয়েও আলোচনা করেন।

উল্লেখ্য, ব্রিটেনের কাছ থেকে ২৪টি যুদ্ধবিমান ক্রয়ে কাতার রোববার একটি চুক্তি স্বাক্ষর করে। তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক বিরোধ শুরুর পর এটি ছিল দোহার দ্বিতীয় প্রধান প্রতিরক্ষা চুক্তি।

বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর