২১ সেপ্টেম্বর, ২০১৭ ১২:২৬

ভারতে পরমাণু অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি পাকিস্তানের!

অনলাইন ডেস্ক

ভারতে পরমাণু অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি পাকিস্তানের!

পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি

ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি দিল পাকিস্তান। বৃহস্পতিবার নিউইর্য়কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেন, ভারতীয় সেনা পাকিস্তান সীমান্ত বরাবর হামলা চলাচ্ছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে স্বল্প দূরত্বে পরমাণু অস্ত্র প্রয়োগ করার ক্ষমতা পাকিস্তানের আছে। পরক্ষণেই তিনি আবার বলেন, পাকিস্তান পরমাণু অস্ত্র প্রয়োগের বিষয়ে যথেষ্ট সচেতন। তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার নিরাপদ ও সুরক্ষিত আছে।

জানা যায়, পাকিস্তান অত্যন্ত দ্রুত গতিতে তাদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়িয়ে চলেছে। উত্তর কোরিয়া ছাড়া এই বিপুল পরমাণু অস্ত্র ভান্ডার অন্য কারোর নেই। পরমাণু অস্ত্রের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে চিন্তিত আমেরিকা। পাকিস্তান পারমাণবিক অস্ত্র ভান্ডার সামলাতে অপারগ। এমন আশঙ্কা আর্ন্তজাতিক মহল থেকে বারবার করা হয়। যদিও পাকিস্তান দাবি করে অন্যান্য দেশের তুলনায় তাদের দেশের পরমাণু অস্ত্র ভান্ডার সুরক্ষিত।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর