২১ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:১৩

ট্রাম্প আসবেন বলে

অনলাইন ডেস্ক

ট্রাম্প আসবেন বলে

চলতি বছরের নভেম্বরে চীন সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এসময় আশিয়ান সম্মেলনে যোগ দিতে ফিলিপাইনে এবং এপেক সম্মেলনে যোগ দিতে ভিয়েতনামে যাবেন ট্রাম্প।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেছেন, 'এ সফরের জন্য চীন ও আমেরিকা উভয় দেশকেই ভালো প্রস্তুতি নিতে হবে।' এ জন্য তিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গেও কথা বলেছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এ সফরকে সামনে রেখে দুই দেশকেই ভালো প্রস্তুতি নিতে হবে। সফরটা সফল হলে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় উন্মোচিত হবে এবং এর মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জন সম্ভব হবে।' সূত্র : রয়টার্স

বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর