২২ সেপ্টেম্বর, ২০১৭ ১২:৩০

মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭৩

অনলাইন ডেস্ক

মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭৩

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৭৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার হয়ে যাওয়া ভুমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১। এর আগে বুধবার সবশেষ নিহতের সংখ্যা ২৪৮ বলে জানানো হয়েছিল।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পে দেশটির মোরেলেস ও পুয়েবলা প্রদেশ দু’টি থেকে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে। স্থানীয় সময় বেলা ১টা ১৪ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়, ভুমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জন। যার মধ্যে শুধু রাজধানী মেক্সিকো সিটিতেই ১৩৭ জন মারা যান।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এই বিপর্যয়ে দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন। তিনি জরুরি ভিত্তিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন হাসপাতালে উদ্ধার অভিযান চালানোর এবং রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। 

সূত্র: এবিসি নিউজ

বিডি-প্রতিদিন/২২ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর