২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১২:৪১

রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া নির্ভর করছে বাংলাদেশের উপর : সু চি

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া নির্ভর করছে বাংলাদেশের উপর : সু চি

নতুন করে সহিংসতা শুরুর হওয়ায় গত ২৫ আগস্ট থেকে চার লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাপানের নিকি এশিয়ান রিভিউ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন মিয়ানমার সরকারের কার্যত প্রধান অং সান সু চি।

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা এ প্রক্রিয়া দ্রুত শুরু করতে পারি; তার মানে এই নয় যে এটা দ্রুতই শেষ হয়ে যাবে... আমরা যে কোনো মুহূর্তেই শুরু করতে পারি। কারণ এটা নতুন কিছু নয়। ভেরিফিকেশন প্রক্রিয়ার বিষয়ে ১৯৯৩ সালে যৌথভাবে বাংলাদেশ ও মিয়ানমানমার উদ্যোগ নেয়। বাংলাদেশ সরকার তাতে রাজিও হয়েছিল।' 

সু চি বলেন, 'সত্যিই এটা (রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া) যেকোনো মুহূর্তেই শুরু হতে পারে। বিষয়টি যেমন আমাদের ওপর নির্ভর করছে তেমনি একইভাবে বাংলাদেশ সরকারের ওপরও। বাংলাদেশ সরকারের ইচ্ছা ছাড়া সেখানে যাওয়া এবং এ প্রক্রিয়া শুরু অসম্ভব।'  

বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর