২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০১:৫০

এবার গভীর সমুদ্রে গোয়েন্দাগিরি করবে মার্কিন ড্রোন!

অনলাইন ডেস্ক

এবার গভীর সমুদ্রে গোয়েন্দাগিরি করবে মার্কিন ড্রোন!

সংগৃহীত ছবি

রোবটিক বিপ্লব বদলে দিয়েছে আকাশ পথে যুদ্ধের ধরণ। এবার জলপথেও ঘটতে চলেছে বিপ্লব। এবার গোয়েন্দা কাজে সমুদ্রের অতলে চষে বেড়াবে স্যাটেলাইট। সাগরের তলদেশে পাতা পড থেকে উড়ে যাবে মানববিহীন ড্রোন। ঘুরে বেড়াবে সমুদ্রের গভীর জলে।

জলপথে যুদ্ধক্ষেত্রে এই বিরাট পরিবর্তন আনার পরিকল্পনা করছে মার্কিন নৌবাহিনী। শত্রু মোকাবিলায় এবার তারা জলপথে মানববিহীন ড্রোন আনার পরিকল্পনা নিতে চলেছে বলে জানানো হয়েছে। অতি সম্প্রতি মার্কিন সামরিক গবেষণা সংস্থা তাদের এই নতুন কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। শনিবার এই খবরটি জানায় এএফপি।

সমুদ্রতলের রোবটিক পড ব্যবস্থা প্রয়োজন মতো সচল করা হবে। প্রতিরক্ষা গবেষণা প্রকল্প সংস্থার (ডিএআরপিএ) মুখপাত্র জেয়ার্ড অ্যাডামস বলেন, সমুদ্রের তলদেশে স্থাপন করা পড নজরদারিতে সক্ষম ড্রোন একইসঙ্গে আকাশে ওড়াতে ও জলে চালাতে পারবে। একই সঙ্গে মার্কিন ইলেকট্রনিক জ্যামের মতো জটিলতার ক্ষেত্রে যোগাযোগ স্থাপনের কাজও করতে পারবে।

বিডিপ্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর