২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৩৮

চতুর্থবারের মতো চ্যাঞ্চেলর হচ্ছেন মের্কেল?

অনলাইন ডেস্ক

চতুর্থবারের মতো চ্যাঞ্চেলর হচ্ছেন মের্কেল?

এক দশকেরও বেশি সময় ধরে জার্মানির নেতৃত্ব দিচ্ছেন অ্যাঞ্জেলা মের্কেল। আজ রবিবার দেশটিতে প্রার্দেশিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনের ফল মের্কেলের চতুর্থবার চ্যাঞ্চেলর হওয়ার ভাগ্য নির্ধারণ করবে। খবর স্কাই নিউজের।

এ বছর নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল অর্থনীতি ও অভিবাসন। ২০১৫ সালে অভিবাসীদের জন্য দরজা খুলে দেয় জার্মানি। এ সিদ্ধান্ত নেয়ার পর প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হচ্ছে।

৬৩ বছর বয়সী মের্কেল তখন ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কী না- তা ভোটগণনার পরই বোঝা যাবে।  নির্বাচনে মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির মূল লড়াইটা হবে মার্টিন শুজের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে।

বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর