২৪ সেপ্টেম্বর, ২০১৭ ২০:০৪

ভারতকে 'জবাব' দিতে গিয়ে বিপাকে পাকিস্তান!

অনলাইন ডেস্ক

ভারতকে 'জবাব' দিতে গিয়ে বিপাকে পাকিস্তান!

জাতিসংঘে বক্তৃতা দিয়ে গিয়ে শনিবার সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কার্যত তুলোধুনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তারই জবাবে ভারতকেই পাল্টা আক্রমণ করে বসেন জাতিসংঘে থাকা পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি। এসময় তিনি ভারতকে বিশ্ব সন্ত্রাসবাদের মা বলে অভিহিত করেন। এখানেই শেষ নয়, অধিবেশনে একটি আহত কিশোরীর ছবি তুলে ধরে পাক প্রতিনিধির দাবি, কাশ্মীরে উগ্রবাদীদের আক্রমণেই আহত হয়েছে সে।

তবে, পাক প্রতিনিধির এই মিথ্যাচার বেশিক্ষণ স্থায়ী হয়নি। ছবিটি যে আদৌ ভারতের নয়, তা প্রমাণ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। জানা যায়, ছবিটি ফিলিস্তিনের এক কিশোরীর। গাজায় ইসরায়েলি হামলায় ২০১৪ সালে রাওয়াইয়া আবু জোমা নামে ১৭ বছরের ওই কিশোরী আহত হয়। ছবিটি খ্যাতনামা চিত্রশিল্পী হেদি লিভাইনের তোলা। আর সেই তথ্যই ফাঁস করে দেয় পাকিস্তানের মিথ্যাচার।

সূত্র: জি নিউজ

বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর