শিরোনাম
২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৫৭

সবার সামনেই ইতালির 'ইউরোফাইটার' জেট বিমান ধ্বংস (ভিডিও)

অনলাইন ডেস্ক

সবার সামনেই ইতালির 'ইউরোফাইটার' জেট বিমান ধ্বংস (ভিডিও)

সংগৃহীত ছবি

হাজারো মানুষের সামনেই ভেঙে পড়ল বিমান। নিমেষে ধ্বংস হয়ে গেল ইতালীয় বিমানবাহিনীর ইউরোফাইটার জেট বিমানটি। বিমানেই মৃত্যু হয়েছে চালকের। 

রবিবার বিকালে ইতালির টেরাসিনা উপকূলে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। বিমানসেনার  পক্ষে এদিন বিরাট প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। দর্শকরা মন দিয়ে তাদের কাজকর্ম দেখছিলেন। ‘‌ফ্রিসে ট্রিকলোরে’‌ নামের এই বিখ্যাত অনুষ্ঠানে তাদের কাজ বোঝানোর ব্যবস্থাও করেছিল বিমানসেনারা।

হঠাৎই গোল বাঁধে প্রদর্শনীর শেষ দিকে। একটি বিমান শূন্যে বাঁক নেওয়ার সময় সোজা পানিতে ধাক্কা মারে। ঘটনার পরেই অনুসন্ধানী দলকে পাঠানো হয়। চালকের দেহ উদ্ধার করা হয়েছে। 

বায়ুবাহিনীর পক্ষে জানানো হয়েছে, টেস্ট ফ্লাইট ডিপার্টমেন্টের জেট বিমানটি শেষ বেলায় পানিতে ডুবে যায়। তবে কী কারণে এমন দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই ছবি ভিডিও রেকর্ডিং করেছিলেন অনেকে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অবাক বিস্ময়ে মানুষ দেখে বিমানের পানিতে তলিয়ে যাওয়া। 


বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর