২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:১১

ফেসবুকে ভুয়া খবরের বিষয়ে জাকারবার্গকে সতর্ক করেন ওবামা

অনলাইন ডেস্ক

ফেসবুকে ভুয়া খবরের বিষয়ে জাকারবার্গকে সতর্ক করেন ওবামা

সংগৃহীত ছবি

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ২০১৬’র নির্বাচনের পর অনুষ্ঠিত একটি সভায় ফেসবুকে ভুয়া খবর ছড়িয়ে প্রপাগান্ডার বিষয়ে প্রথম সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

 এ বিষয়ে সম্প্রতি ওয়াশিংটন পোস্ট জানায়, ১৯ নভেম্বর পেরুর লিমাতে বিশ্ব নেতৃবৃন্দের এক বৈঠকের পর ওবামা-জাকারবার্গের এই সাক্ষাৎ ঘটে। ট্রাম্পের অভিষেকের দুই মাস আগে এবং রাশিয়া থেকে নির্বাচন নিয়ে নানা ধরণের প্রপাগান্ডা ফেসবুকে প্রচার হচ্ছে- এই সংবাদ জাকারবার্গ উড়িয়ে দেওয়ার পর ফেসবুক প্রতিষ্ঠাতাকে এই ব্যাপারে সতর্ক করেছিলেন ওবামা।  
 
অন্যদিকে হিন্দুস্তান টাইমস বলছে, জাকারবার্গ এই প্রপাগান্ডা প্রচারের বিষয়টি পরে স্বীকার করেছিলেন। তবে তিনি ওবামাকে তখন বলেছিলেন ভুয়া খবরগুলো ফেসবুকে ব্যাপকভাবে ছড়ায়নি এবং এটির কোনও সহজ সমাধানও ফেসবুকের কাছে তখন ছিল না।
 
ওবামার জাকারবার্গকে সতর্ক করার এই খবর এলো এমন এক সময়ে, যখন রাশিয়ান ফেইক অ্যাকাউন্ট থেকে ছড়ানো প্রপাগান্ডা ও বিজ্ঞাপনের নথি কংগ্রেসে ফেসবুক কর্তৃপক্ষ জমা দেবে বলে খবর এসেছে।

বিডিপ্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর