২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:১২

অধর্ম প্রচার করছেন পোপ ফ্রান্সিস!

অনলাইন ডেস্ক

অধর্ম প্রচার করছেন পোপ ফ্রান্সিস!

১৩৩৩ সালের পর এই প্রথমবারের মতো রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপকে নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। ২০১৩ সালের ১৩ মার্চ দায়িত্ব নেয়ার পর নানা বিষয়ে নিজের অবস্থানের কথা জানিয়েছেন পোপ ফ্রান্সিস।এর মধ্যে পূঁজিবাদের সমালোচনা, সমকামী মানুষদের প্রতি সহানুভূতি, জলবায়ু সচেতনতা অন্যতম।

সম্প্রতি লেখা এক চিঠিতে রক্ষণশীল রোমান ক্যথলিকরা দাবি করেছেন, ধর্ম নয়, অধর্ম প্রচার করছেন পোপ ফ্রান্সিস। সরাসরি অভিযুক্ত না করলেও তাদের দাবি, অধর্ম ছড়িয়ে দিচ্ছেন পোপ ফ্রান্সিস।

বিশ্বাস করা হয়, পোপরা কোনো ভুল করেন না। চার্চের প্রধান হিসেবে তিনি সব দোষত্রুটির ঊর্ধ্বে। এ জন্য জনসমক্ষে তার বিরুদ্ধাচরণ সবসময় শোনা যায় না।

কিন্তু এবার বর্তমান পোপের বিরুদ্ধে দীর্ঘ ২৫ পৃষ্ঠার একটি চিঠি লেখা হয়েছে। যাতে স্বাক্ষর করেছেন ৬২ জন। এর মধ্যে রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী, গবেষক, বিশেষজ্ঞ ও বিভিন্ন ক্ষেত্রের মানুষ রয়েছেন। শুধু অধর্ম প্রচারই নয়, চিঠিতে বলা হয়েছে বিয়ে, নৈতিক জীবনসহ আরও নানা বিষয়ে ভুল বক্তব্য দিচ্ছেন পোপ ফ্রান্সিস। সূত্র : সিএনএন

বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর