২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৫২

উত্তর কোরিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাত বাড়িয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাশাপাশি আরও আটটি দেশের নাগরিকদের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ নিষেধাজ্ঞার তালিকায় উঠে এসেছে ভেনেজুয়েলার নামও৷দক্ষিণ আমেরিকার এই তেল সমৃদ্ধ দেশটির সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ৷

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্প ট্যুইটারে লিখেছেন, ‘‘আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রথম অগ্রাধিকার। ফলে যাদেরকে আমরা পুরোপুরি নিরাপদ বলে বিবেচনা করতে পারছি না, তাদেরকে আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।’’

নিষেধাজ্ঞার নতুন এই তালিকা থেকে আফ্রিকার দেশ সুদানের নাম বাদ দেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ভ্রমণে যে ছয়টি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সে তালিকায় সুদান অন্যতম ছিল।


বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর