Bangladesh Pratidin

প্রকাশ : ১২ অক্টোবর, ২০১৭ ১৬:৩০ অনলাইন ভার্সন
আপডেট : ১২ অক্টোবর, ২০১৭ ১৭:৩৩
ভুল করে গুজরাটের 'লেডিস' টয়লেটে রাহুল গান্ধী!‌
অনলাইন ডেস্ক
ভুল করে গুজরাটের 'লেডিস' টয়লেটে রাহুল গান্ধী!‌
ফাইল ছবি
bd-pratidin

ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে সেই রাজ্যে সফরে গিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কথার আক্রমণ শানাচ্ছেন তিনি। কিন্তু এই সফরেই এমন একটি কাণ্ড করে ফেলেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, যার জন্য হাসির খোরাক হতে হচ্ছে তাকে। 

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গুজরাটের উদেপুর জেলায় প্রচারের ফাঁকে লেডিস টয়লেটে ঢুকে পড়ছেন রাহুল। এই ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ভাইরাল হয়ে গিয়েছে। বিজেপি শিবিরে কেউ কেউ বলছেন, যে দলের নেতা পুরুষ ও নারীদের শৌচাগার চিনতে পারেন না, তার দল রাজ্য চালাএ অক্ষম।‌

জানা গেছে, সফর চলাকালীন উদেপুর জেলায় যুবক যুবতীদের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন রাহুল। সভা শেষ করার পরে অডিটোরিয়ামের লেডিস টয়লেটে ঢুকে পড়েন। সম্ভবত গুজরাটি পড়তে না পারার কারণেই এই ভুল হয়। তাছাড়া ওই টয়লেটের দরজায় নারী বা পুরুষের কোনও ছবি দেওয়া ছিল না। 

যদিও গুজরাটিতে লেডিস টয়লেট লেখা ছিল। তবে গুজরাটি পড়তে না জানায় রাহুল সেই পোস্টারের নির্দেশ বোঝেননি। এবং ভুল করেই নারীদের টয়লেটে ঢুকে পড়েন। রাহুলের নিরাপত্তারক্ষীরা ভুল ভাঙিয়ে টয়লেট থেকে বের করে আনেন তাকে। ততক্ষণে ছবি ও ভিডিও উঠে গেছে।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow