১৬ অক্টোবর, ২০১৭ ০৩:৪৪

উ. কোরিয়ার বোমা না ফেলা পর্যন্ত আলোচনা চালাবে যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক

উ. কোরিয়ার বোমা না ফেলা পর্যন্ত আলোচনা চালাবে যুক্তরাষ্ট্র!

ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্প সমস্যা সমাধানে উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক আলোচনার পথে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেক্রেটারি রেক্স টিলারসন। উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে পরিস্থিতি যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে, তাও জানিয়েছেন টিলারসন। তবে তিনি বলেন, দু'দেশের কূটনৈতিক আলোচনা ততদিন চলবে, যতদিন পর্যন্ত না প্রথম বোমাটি ফেলা হবে। সম্প্রতি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা বলেন টিলারসন। 

যদিও কিছুদিন আগেই ট্রাম্প টুইটারে লিখেছিলেন, টিলেরসন 'লিটল রকেট ম্যান'র সঙ্গে মধ্যস্থতা করতে গিয়ে নিজের সময় নষ্ট করছেন। মার্কিন প্রেসিডেন্ট কিমকে এই নামেই ডাকেন।

এদিকে একের পর এক অস্ত্র পরীক্ষা করে নিজেদের শক্তির নমুনা দিচ্ছে উ. কোরিয়া। পরিস্থিত তারপর থেকে আরও ঘোরালো হচ্ছে। টিলারসন এই নিয়ে চীনের সঙ্গেও কথা বলেছেন। কিন্তু তার এই চেষ্টাকে তেমন পাত্তা দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর