১৭ অক্টোবর, ২০১৭ ০৮:৫৯

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ৩০০

অনলাইন ডেস্ক

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ৩০০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবারের ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০০ ছাড়িয়েছে। হামলার পরদিন রবিবার স্থানীয় কর্মকর্তা দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানায়। পরবর্তীতে সরকারি সংবাদ সংস্থা সোনা, এ ঘটনায় নিহতের সংখ্যা ২৭৬ জন বলে উল্লেখ করে। তবে চিকিৎসকদের সূত্রে রয়টার্স জিানিয়েছে, নিহতের সংখ্যা ৩শ’ ছাড়িয়ে গেছে।

এ ব্যাপারে সোমবার এম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদি কাদির আবদির রহমান জানান, 'আমরা এখন পর্যন্ত ৩শ’ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছি। তবে অনেক মানুষ নিখোঁজ ও আহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।'

অন্যদিকে পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ আশঙ্কা প্রকাশ করে বলছেন, 'এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।'

জানা গেছে, নিহতদের মধ্যে অধিকাংশরই পুড়ে গিয়েছিল, যার কারণে অজ্ঞাত পরিচয়ে ১৬৫টি  লাশ দাফন করা হয়েছে। মাত্র ১১১ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল্লাহি মোহাম্মাদ ফার্মাজো রবিবার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, 'নিরাপরাধ মানুষের মৃত্যুতে আমার তিন দিনের শোক পালন করব, জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হবে। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার এবং একত্রে প্রার্থনা করার। সন্ত্রাসীরা কখন জিততে পারবে না।' টুইটারে দেওয়া ওই ঘোষণায় তিনি আহতদের এবং নিহতদের পরিবারকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর