১৭ অক্টোবর, ২০১৭ ১১:৪৭

প্রতিদিন ২০ হাজার নাবালিকা বাল্যবিবাহের শিকার!

অনলাইন ডেস্ক

প্রতিদিন ২০ হাজার নাবালিকা বাল্যবিবাহের শিকার!

প্রতীকী ছবি

বিশ্বব্যাংক ও সেভ দ্যা চিলড্রেনের সম্প্রতি এক গবেষণায় বাল্যবিবাহ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। তথ্য বলছে, বিশ্বে প্রতিদিন কমপক্ষে ২০ হাজার নাবালিকা বাল্যবিবাহের শিকার হয়৷ বাল্যবিবাহের পর মাতৃত্বজনিত সমস্যা মুখোমুখি হতে হয় তাদের৷

বিশ্বের ১১২টি দেশের উপর গবেষণা চালিয়ে বিশ্বব্যাংক ও সেভ দ্যা চিলড্রেনের তরফে জানানো হয়েছে, বাল্যবিবাহ আইনত নিষিদ্ধ এমন দেশগুলিতেও প্রতিবছর গড়ে ৭৫ লক্ষ মেয়ে বাল্যবিবাহের শিকার। আর উন্নয়নশীল দেশগুলিতে প্রতি তিন জনে একজন মেয়ে বাল্যবিবাহের শিকার। পরে নানা কারণে পড়াশোনার ক্ষেত্রে সরকারি বিধিনিষেধের শিকার হয়ে লেখাপড়া বাদ দিতে বাধ্য হচ্ছে তারা৷ এমন একটি দেশ তানজানিয়া। সেখানে অন্তঃসত্ত্বা মেয়েদের স্কুলে যাওয়া নিষেধ। অবশ্য গত দু’বছরে দেশটিতে বাল্যবিবাহ প্রতিহত করতে কিছু পদক্ষেপ গৃহীত হয়েছে। মেক্সিকো এবং জিম্বাবুয়েসহ আরও ১০টি দেশ বাল্যবিবাহ সংক্রান্ত আইন পরিবর্তন করেছে। এক্ষেত্রে হয় তারা বৈধ বিবাহের বয়সসীমা উঠিয়ে নিয়েছে, নতুবা পরিবার ও আদালতের অনুমতি সাপেক্ষে তা বৈধ ঘোষণা করেছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর