১৭ অক্টোবর, ২০১৭ ১২:২৭

পর্তুগাল-স্পেনে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

অনলাইন ডেস্ক

পর্তুগাল-স্পেনে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

পর্তুগালের উত্তর ও মধ্যাঞ্চলীয় বনে দাবানলে অন্তত ৩৬ জন ও স্পেনে তিনজন নিহত হয়েছেন। পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্তা দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দাবানল কবলিত ২০টি এলাকায় কমপক্ষে চার হাজার অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

দাবানলে স্পেনে আতঙ্ক ছড়িয়ে পড়ায় লোকজনকে এলাকা ছাড়তে বলা হয়েছে। খালি করা হয়েছে একটি বিশ্ববিদ্যালয়। সিভিল গার্ড ও জাতীয় নিরাপত্তা সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে দাবানল এলাকার লোকজনকে নিরাপদে সরে যেতে বলছে।

জানা গেছে, গত শনিবার থেকে অন্তত ৮০ জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে অন্তত ১৩টি লেভেল-২ সর্তকতায় রয়েছে, যা জনসাধারণের জন্য ক্ষতিকর হতে পারে। দাবানলে এরইমধ্যে লা ভজ দি গালিসিয়ায় ৪ হাজার হেক্টর এলাকা পুড়েছে।

গালিসিয়ার প্রেসিডেন্ট আলবার্টো নুঁনেজ ফিজ্জো বলেছেন, আমরা খুবই জটিল অবস্থার মধ্যে রয়েছি। লোকজনকে সতর্ক করে তিনি বলেছেন, ঘর রক্ষার চেষ্টায় জীবন হুমকিতে ফেলবেন না।

এদিকে, তীব্র তাপদাহে দাবানলে পুড়ছে পার্শ্ববর্তী পর্তুগাল। তাপদাহ অব্যাহত থাকলে দাবানল ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। অন্যদিকে, বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর