১৭ অক্টোবর, ২০১৭ ১২:৩০

পাকিস্তানে ২৬১ সাংসদকে বরখাস্ত করল ইসি

অনলাইন ডেস্ক

পাকিস্তানে ২৬১ সাংসদকে বরখাস্ত করল ইসি

ফাইল ছবি

সম্পদ বিবরণী ও ঋণের তথ্য নির্বাচন কমিশনে দাখিল না করায় পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পর্যায়ের ২৬১ জন সংসদ সদস্যকে বরখাস্ত করেছে দেশটির নির্বাচন কমিশন(ইসি)।

বরখাস্তকৃতদের মধ্যে পাকিস্তানের বহিষ্কৃত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা ও মুসলিম লিগের সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ সাফদার, পাকিস্তান তেহরিক ই ইনসাফ সদস্য আয়েশা গুলালি। ধর্মবিষয়ক মন্ত্রী সরদার ইউসুফ এবং দেশটির সাবেক স্পিকার ফাহমিদা মির্জাও রয়েছেন।

পাকিস্তান নির্বাচন কমিশনের দাবি, বরখাস্তকৃত সংসদ সদস্যরা কমিশনে দেওয়া হলফনামায় তাদের সম্পদ বিবরণী ও ঋণের তথ্য গোপন করেছেন। এর মধ্যে সাত জন সিনেটর, ৭১ জন জাতীয় পরিষদ সদস্য, পাঞ্জাবের ৮৪ জন, সিন্ধের ৫০ জন, খায়বার পাখতুনওয়ার ৩৮ জন ও বেলুচিস্তানের ১১ জন পরিষদ সদস্য রয়েছেন।

সূত্র: ইকোনোমিক টাইমস

বিডিপ্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর