শিরোনাম
১৭ অক্টোবর, ২০১৭ ১৫:০৯

প্রতিহিংসাপরায়ণ পর্নের বিষয়ে সরব অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

প্রতিহিংসাপরায়ণ পর্নের বিষয়ে সরব অস্ট্রেলিয়া

প্রতিহিংসাপরায়ণ হয়ে সম্মতি ছাড়াই কারও অশ্লীল ছবি ছড়িয়ে দেয়াকে রিভেঞ্জ পর্ন বলে। এক্ষত্রে হয়রানির শিকার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই কোনো পদক্ষেপ নেন না। কারণ এক্ষেত্রে কী করতে হয় তার ব্যাপারে তাদের সুস্পষ্ট কোনো ধারণাই নেই।

তাদের সাহায্যে এগিয়ে এসেছে অস্ট্রেলিয়া সরকার। হয়রানির শিকার ব্যক্তিদের সাহায্যার্থে জাতীয় পোর্টাল খুলেছে দেশটি। হয়রানির শিকার হলে ব্যক্তি এখান থেকে প্রয়োজনীয় সাহায্য পাবেন।

অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিষয়ক কমিশনার বলেছেন, ১৬-৪৯ বয়সী ২০ শতাংশ মানুষ এ ধরনের হয়রানির শিকার হন যাদের বেশিরভাগই নারী।

একটি গবেষণায় দেখা গেছে, ৭৬ শতাংশ মানুষ এ হয়রানির বিষয়ে কোনো পদক্ষেপ নেন না। এবার এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি ও ওয়েবসাইটকেও শাস্তির আওতায় আনার বিষয়টি ভাবছে অস্ট্রেলিয়া সরকার। সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৭/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর