১৭ অক্টোবর, ২০১৭ ১৬:২২

যে কারণে প্রতিবছর ১ লাখ ৫২ হাজার মানুষের মৃত্যু হবে!

অনলাইন ডেস্ক

যে কারণে প্রতিবছর ১ লাখ ৫২ হাজার মানুষের মৃত্যু হবে!

প্রতীকী ছবি

বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আগামী ২১০০ সালের মধ্যে চরম আবহাওয়ায় ইউরোপে প্রতিবছর এক লাখ ৫২ হাজার মানুষ মারা যেতে পারে যদি না জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে কার্যকরী কিছু করা না হয়। ল্যানসেট প্ল্যানেটারি হেলথ সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে যে পরিমাণ মানুষের মৃত্যু ঘটবে বলে বলা হয়েছে তা বর্তমান সংখ্যার তুলনায় ৫০ গুণ বেশি বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনেটিতে বলা হয়েছে, আবহাওয়াজনিত এই মৃত্যুগুলোর মধ্যে তাপপ্রবাহে ৯৯ শতাংশ মানুষ মারা যাবে। ইউরোপের দক্ষিণাঞ্চলগুলো এই পরিস্থিতির সবচেয়ে বড় শিকারে পরিণত হবে। ইউরোপিয়ান কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের ওই গবেষণা প্রতিবেদনে যেসব তথ্য প্রকাশ পেয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর