১৮ অক্টোবর, ২০১৭ ১০:০৭

আফগানিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪, আহত ১৭৩

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪, আহত ১৭৩

আফগানিস্তানের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র ও নিরাপত্তা কম্পাউন্ডে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। এ হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী মুরাদ আলী মুরাদ।

গতকাল মঙ্গলবার গাজনি ও পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। পাকতিয়া প্রদেশে নিহত ৪১ জনের মধ্যে ২০ জনই বেসামরিক নাগরিক। বাকি ২০ জন পুলিশ কর্মকর্তা। আহত হয়েছেন ৪৮ জন পুলিশ কর্মকর্তা এবং ১১০ জন বেসামরিক নাগরিক।

গাজনি প্রদেশর আন্দার জেলার নিরাপত্তা কম্পাউন্ডে হামলায় ২৫ কর্মকর্তা ও ৫ বেসামরিক নাগরিক নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যার ১০ জনই পুলিশ সদস্য। তালেবান এ বোমা হামলার দায় স্বীকার করেছে।

বিডি প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর