১৮ অক্টোবর, ২০১৭ ২৩:৫৫

৩ বছরের মধ্যে বিশ্বমানে পৌঁছে যাবে চীনা সেনাবাহিনী: শি জিন পিং

অনলাইন ডেস্ক

৩ বছরের মধ্যে বিশ্বমানে পৌঁছে যাবে চীনা সেনাবাহিনী: শি জিন পিং

চীনা সেনাবাহিনী আগামী তিন বছরের মধ্যেই বিশ্বমানে পৌঁছে যাবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং। তিনি বলেন, প্রযুক্তিগতভাবে চীন সেনা এতটাই উন্নত হয়ে যাবে যে যেকোন সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে এই বাহিনী।

প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ২০২০-র মধ্যেই হবে এই প্রযুক্তিগত উন্নয়ন। আইটি অ্যাপ্লিকেশন অনেক বাড়ানো হবে। শি জিন পিং বলেন, 'আমাদের সেনাবাহিনী লড়াইয়ের জন্য প্রস্তুত। ২০২০ সালের মধ্যে সামরিক মেকানাইজেশন সম্পূর্ণ হবে।' সামরিক রণকৌশলও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ১৯২৭ সালে তৈরি হয়েছিল পিপলস লিবারেশন আর্মি। বিশ্বের বৃহৎ বাহিনীর মধ্যে অন্যতম এটি। আর তারই জের ধরে নিজেদের দেশে বানানো এয়ারক্রাফট, যুদ্ধজাহাজ ও সাবমেরিনের উপর জোর দিচ্ছে দেশটি।

বিডি-প্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর