১৯ অক্টোবর, ২০১৭ ০৩:৪০

ক্যালিফোর্নিয়ায় হেপাটাইটিস এ-তে ১৯ জনের মৃত্যু, আক্রান্ত ৫০০

অনলাইন ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় হেপাটাইটিস এ-তে ১৯ জনের মৃত্যু, আক্রান্ত ৫০০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেপাটাইটিস 'এ'তে আক্রান্ত হয়ে ১৯ জন মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত আক্রান্ত এ রোগে হয়েছেন পাঁচ শ'রও বেশি মানুষ। ইতিমধ্যে থেকে জরুরী অবস্থা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। গত ২০ বছরের মধ্যে রোগটির দ্বিতীয় সর্বোচ্চ আক্রমণ এটি।

এ ব্যাপারে সান দিয়াগো কর্মকর্তারা জানাচ্ছেন, স্যানিটেশনের অভাবে গৃহহীনদের মধ্যে এ রোগ ছড়াচ্ছে বেশি। ইতিমধ্যে জীবনুনাশক ব্লিচ দিয়ে সড়ক পরিষ্কার রাখা হচ্ছে সেইসাথে হাতধোঁয়ার আলাদা স্টেশান বসিয়ে এ রোগ মোকাবেলার প্রাথমিক পদক্ষেপ নেয়া হয়েছে।

জানা গেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাশাপাশি সান ফ্রান্সিসকোর সান্তা ক্রুজ ও লস এঞ্জেলস কাউন্টিতেও এ রোগ ছড়িয়ে গেছে। সেখানকার কর্মকর্তারা জানাচ্ছেন, তারা ইতিমধ্যে কয়েক হাজার গৃহহীন মানুষকে প্রতিষেদক দিয়েছেন।

উল্লেখ্য, হেপাটাইটিস 'এ' মানুষে লিভারে আক্রমণ করে। সাধারণত যৌনক্রিয়া, দূষিত পানি,  খাদ্যদ্রব্য ও বস্তুর স্পর্শ থেকে এই রোগ ছড়ায়।  

সূত্র: রয়টার্স

বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর