শিরোনাম
১৯ অক্টোবর, ২০১৭ ১০:২২

ম্যান্ডেলার আত্মজীবনীর সিক্যুয়েল 'ডেয়ার নট লিংগার'

অনলাইন ডেস্ক

ম্যান্ডেলার আত্মজীবনীর সিক্যুয়েল 'ডেয়ার নট লিংগার'

বিশ্বব্যাপী 'লং ওয়াক টু ফ্রিডম' বইটি যথেষ্ঠ সমাদৃত। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক এ বইয়ের সিক্যুয়েল প্রকাশিত হচ্ছে বৃহস্পতিবার। নাম দেয়া হয়েছে 'ডেয়ার নট লিংগার'।

২৭ বছর কারাগারে থাকার পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ম্যান্ডেলা। প্রেসিডেন্ট হিসেবে কাটানো পাঁচটি বছরের অভিজ্ঞতাই এ বইয়ে বর্ণনা করা হয়েছে। ম্যান্ডেলা নিজেই বইটি শুরু করলেও অসুস্থতাজনিত কারণে শেষ করতে পারেননি।

বইটি সমাপ্ত করেছেন ম্যান্ডলা লাংগা নামের দক্ষিণ আফ্রিকার এক লেখক। সাক্ষাৎকার, গবেষণা ও প্রেসিডেন্ট থাকাকালে ম্যান্ডেলার বিভিন্ন লেখা একত্রিত করে তিনি এ বইটি সম্পন্ন করেন।সূত্র : আইওএল

বিডি প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর