শিরোনাম
১৯ অক্টোবর, ২০১৭ ১৩:২৮

১৬১ বছরের রেকর্ড ভেঙে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন জেসিন্ডা

অনলাইন ডেস্ক

১৬১ বছরের রেকর্ড ভেঙে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন জেসিন্ডা

খুব শীঘ্র নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ইংলিশের স্থলাভিষিক্ত হচ্ছেন লেবার পার্টির নেতা জেসিন্ডা আর্দার্ন (৩৭)। ১৮৫৬ সালের পর তিনি দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন। জেসিন্ডা আর্দার্ন দেশটির ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

গত তিন মাস ধরে জেসিন্ডা আর্দার্ন বিরোধী দল লেবারের নেতৃত্বে ছিলেন। এবার ফার্স্ট পার্টির সঙ্গে জোট বেঁধে মধ্য-বামপন্থী কোয়ালিশন সরকারের নেতৃত্ব আসছেন তিনি। নিউ জিল্যান্ডের গ্রিন পার্টি এরইমধ্যে কোয়ালিশন সরকারের প্রতিনি নিজেদের সমর্থনের কথা জানিয়েছে।

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়নি। তাই দলগুলো বাধ্য হয়ে কোয়ালিশন সরকার গড়তে সম্মত হয়। সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর