২০ অক্টোবর, ২০১৭ ০৯:১৫

দেশীয় প্রযুক্তিতে এবার দ্রুতগতির যুদ্ধজাহাজ বানাবে ইরান

অনলাইন ডেস্ক

দেশীয় প্রযুক্তিতে এবার দ্রুতগতির যুদ্ধজাহাজ বানাবে ইরান

সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলছে ইরান। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবার অন্তত্য দ্রুতগতির যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা নিয়েছে তেহরান। যা কিনা ঘণ্টায় ৮০ নট বা প্রায় দেড়শ কিলোমিটার বেগে চলতে পারবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ব্যাপারে দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বলেছেন, খুব দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে শেষ থেকেই এই শক্তিশালী এবং উন্নত যুদ্ধজাহাজ তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকবছর ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের অগ্রগতি কার্যত বিশ্বের নজরে। ইরান নিজ সামরিক সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে এক ধরনের স্বনির্ভরতা অর্জন করেছে। 

বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর