২০ অক্টোবর, ২০১৭ ১৯:৪৮

যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর চূড়ান্ত পর্যায়ে উ. কোরিয়া: সিআইএ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর চূড়ান্ত পর্যায়ে উ. কোরিয়া: সিআইএ

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে উত্তর কোরিয়া। আর একথা মাথায় রেখেই যুক্তরাষ্ট্রেকে প্রস্তুতি নিতে হবে। এমন সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান।

উত্তর কোরিয়া বেশ কয়েকবার দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম।

এ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান মাইক পোমপি বলেন, দেশটি প্রায় সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। এখন তাদের সর্বশেষ ধাপটি কিভাবে থামানো যায়, এটা চিন্তার বিষয়।

মার্কিন এই গোয়েন্দা বাহিনী সাধারণত দেশের বাইরে মার্কিন স্বার্থ নিয়ে কাজ করে। বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যার পেছনে সিআইএ'র হাত রয়েছে বলে গুঞ্জন রয়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে হত্যার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র।

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোরিয়ান পেনিনসুলায় উত্তেজনা সৃষ্টি করেছে এবং সেখানে যুদ্ধংদেহী পরিস্থিতি নিয়ে এসেছে। ট্রাম্প ও কিমের মধ্যে কথার লড়াই পত্রিকায় বিশেষ জায়গা দখল করেছে।

এই পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দা বাহিনী সিআইএ পরিচালকের মন্তব্য খুব গুরুত্ব বহন করে এবং যুক্তরাষ্ট্র যে উত্তর কোরিয়ার হুমকিতে বেশ চাপে আছে তাও ফুটে উঠেছে।

বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর