২০ অক্টোবর, ২০১৭ ২০:১৭

সৌদি আরবে রহস্যময় প্রাচীন স্থাপনার সন্ধান

অনলাইন ডেস্ক

সৌদি আরবে রহস্যময় প্রাচীন স্থাপনার সন্ধান

সংগৃহীত ছবি

সৌদি আরবের ভূপ্রকৃতির উপগ্রহচিত্র বিশ্লেষণ করে সেখানে বেশ কিছু প্রাচীন নিদর্শনের চিহ্ন পেয়েছেন গবেষকরা। পবিত্র নগরী মদিনার নিকটবর্তী এলাকায় এ স্থাপনাগুলোর কোনো কোনোটি ১৭০০ ফুট পর্যন্ত লম্বা এবং অনেকটা আয়তাকারের। সম্প্রতি সৌদি আরবের ভূপ্রকৃতির উপগ্রহচিত্র বিশ্লেষণ করে মদিনার নিকটবর্তী হারাত খাইবার এলাকার পার্বত্য অঞ্চলে এসব দৃশ্য চিহ্নিত করেছেন গবেষকরা।

বিশালাকৃতি এ চিহ্নগুলো মানুষের তৈরি বলেই ধারণা করা হচ্ছে। প্রত্নতত্ত্ববিদরা একটি আগ্নেয়গিরির পাশে প্রায় ৪০০ রহস্যজনক পাথরের স্থাপনার চিহ্ন পেয়েছেন। হাজার বছরের পুরনো এ স্থাপনা কেন তৈরি করা হয়েছিল বা এগুলোর কাজ কী ছিল এ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এসব অদ্ভুত চিহ্নের বিষয়ে গবেষণা করেছেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষক ডেভিড কেনেডি। তিনি বলেন, ‘এসব গেট পাওয়া গেছে একেবারে অনুর্বর ও নিরস এলাকায়, যেগুলো আগ্নেয়গিরির লাভার কারণে সৃষ্টি হয়েছে। সেখানে পানির অভাবে গাছপালাও ঠিকভাবে জন্মাতে পারে না। এগুলো পাথরের তৈরি এবং নিচু। ’

সূত্র : ডেইলি মেইল


বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর