২১ অক্টোবর, ২০১৭ ১৬:৪০
চ্যানেল নিউজ এশিয়ার

মিউনিখে পথচারীদের ওপর এলোপাথাড়ি হামলা, আহত ৫

অনলাইন ডেস্ক

মিউনিখে পথচারীদের ওপর এলোপাথাড়ি হামলা, আহত ৫

সংগৃহীত ছবি

জার্মানির মিউনিখের পূর্বে রোসেনেইমার প্লাৎজের কাছে ৫টি পৃথক জায়গায় ছুরি দিয়ে পথচারীদের ওপর এলোপাথাড়ি হামলা চালিয়ে চম্পট দেয় এক ব্যক্তি। এই ঘটনায় আহত হয়েচজেন ৫ জন। 

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটেছে। তবে আহতদের কারও আঘাতই গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীকে এখনও ধরতে পারেনি পুলিশ। তবে তার খোঁজ চলছে। টুইটারে একথা জানিয়েছে  রোসেনেইমার প্লাৎজ পুলিশ। 

আশপাশের সব কটি থানায় হামলাকারীর বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে, সে চল্লিশ বছর বয়সী এক ব্যক্তি। পরনে ছাই রঙা প্যান্ট এবং জ্যাকেট। তার সঙ্গে রয়েছে একটি ব্যাকপ্যাক এবং বেডরোল। কালো সাইকেলে পালায় সে। হামলার পর আহতদের হাসপাতালে পাঠিয়ে পুরো রোসেনেইমার প্লাৎজ ঘিরে ফেলে পুলিশ।  


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর