২২ অক্টোবর, ২০১৭ ১৪:০৯

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষেই থাকবে চীন

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষেই থাকবে চীন

রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে গত ২৫ আগস্ট থেকে প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রাণ হারিয়েছে শত শত রোহিঙ্গা। রোহিঙ্গাদের ওপর এ নিপীড়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশ মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করেছে।

কিন্তু শুরু থেকেই মিয়ানমারের প্রতি স্পষ্ট সমর্থনের কথা ব্যক্ত করেছে চীন। সম্প্রতি একই সুর শোনা গেছে চীনের কণ্ঠে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন নেতা জানিয়েছেন, মিয়ানমারের স্থিরতা ও নিরাপত্তায় চীন সমর্থন অব্যাহত রাখবে। পাশাপাশি অন্য দেশের মতো মিয়ানমারকে তারা দোষারোপ করবে না।

কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপপ্রধানমন্ত্রী গু ইয়েজু বলেন, 'রাখাইন রাজ্যে নিরাপত্তা ও স্থিরতা বজায় রাখতে মিয়ানমারের সরকারের পদক্ষেপে চীনের সমর্থন রয়েছে।'  সূত্র : টাইমস কলনিস্ট

বিডি প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর