২২ অক্টোবর, ২০১৭ ১৮:৫৬

বড় জয়ের পথে শিনজো অ্যাবে

অনলাইন ডেস্ক

বড় জয়ের পথে শিনজো অ্যাবে

জাপানের ৪৮তম সাধারণ নির্বাচনে বড় জয়ের পথে বর্তমান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বাধীন লেবারেল ডেমোক্রেটিক পার্টি। পার্লামেন্টের ৪৬৫টি আসনের মধ্যে ৩১১টির নেতৃত্বে থাকা এলডিপি পুনরায় দুই-তৃতীয়াংশ (সুপার মেজরিটি) ভোট পেয়ে জয় লাভ করতে যাচ্ছে বলে বুথ ফেরত রিপোর্ট জানিয়েছে। খবর বিবিসির।

উত্তর কোরিয়া থেকে ক্রমবর্ধমান হুমকির মুখে জাপানে তৈরি হওয়া 'জাতীয় সংকট' সমাধানে গত মাসে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

রবিবারের সাধারণ নির্বাচনে শিনজো অ্যাবে যে জয় পেতে যাচ্ছেন সেটা নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে তিনি কত ব্যবধানে জয় লাভ করবেন সেটা একটু মতভেদ রয়েছে।

একটি বুথ ফেরত রিপোর্ট বলছে, পার্লামেন্টের নিম্নকক্ষে আগের মতোই দুই-তৃতীয়াংশ আসন পেতে যাচ্ছে এলডিপি। তবে অন্য একটি রিপোর্ট বলছে, দুই-তৃতীয়াংশের কিছুটা কমও হতে পারে। আর সেটা হলে কোনো সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীকে বিরোধীদের বাধার মুখে পড়তে হবে না।


বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর