২৩ অক্টোবর, ২০১৭ ০৪:২২

রুশ বিরোধী নেতা নাভালনি মুক্তি পাচ্ছেন

অনলাইন ডেস্ক

রুশ বিরোধী নেতা নাভালনি মুক্তি পাচ্ছেন

ফাইল ছবি

রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনি রোববার মুক্তি পাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ আয়োজনের কারণে তার ২০ দিনের সাজা হয়। 

তার আইনজীবী ভাদিম কোবজেভ বার্তা সংস্থা এএফপিকে জানান, গ্রিনিচমান সময় ০৬০০ থেকে ০৭০০টার মধ্যে তিনি ছাড়া পাবেন। নাভালনি ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। 

নাভালনিকে মস্কোর পশ্চিমাঞ্চলের একটি জেলে আটক রাখা হলেও ধারণা করা হচ্ছে সংবাদকর্মীদের এড়াতে পুলিশ অন্য কোন জায়গা থেকে তাকে মুক্তি দেয়া হবে। কারণ এর আগেও পুলিশ একই ধরণের কাজ করেছে। 

মুক্তি পেয়ে নাভালনি রবিবার দিনের শেষে দক্ষিণাঞ্চলীয় আস্ত্রাখান শহরের একটি পার্কে অনুমোদিত সমাবেশে অংশ নিয়ে সমর্থকদের সঙ্গে মিলিত হবেন। 

তার নারী মুখপাত্র কিরা ইয়ারমিশ আস্ত্রাখান শহরে সমর্থকের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলেন, তিনি সরাসরি তোমাদের কাছে আসবেন। 
উল্লেখ্য, মস্কো থেকে ১৩শ কিলোমিটার দক্ষিণপূর্বে আস্ত্রাখান শহর অবস্থিত। 

চলতি বছরের প্রথমদিকে পুতিন বিরোধী অননুমোদিত সমাবেশের আয়োজন করে নাভালনি যথাক্রমে ১৫ ও ২৫ দিনের জেল খেটেছেন।

বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর