২৩ অক্টোবর, ২০১৭ ১৩:২৩

নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন শিনজো অ্যাবে

অনলাইন ডেস্ক

নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন শিনজো অ্যাবে

জাপানে আগাম সাধারণ নির্বাচনে দুই-তৃতীয়াংশ (সুপার মেজরিটি) ভোট পেয়ে জয়ী হয়েছে  প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তাদের শরিক কুমেতো। খরব বিবিসির।

রবিবার অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষ ডায়েট-এর ৪৬৫টি আসনের মধ্যে এলডিপি জোট পেয়েছে ৩১৩টি আসন। যা গতবারের চেয়ে দুটি বেশি। এর ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শিনজো অ্যাবে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে সর্বাধিকবার নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী। 

এর আগে, ভোটগ্রহণের শেষে বুথ ফেরত জরিপে শিনজো অ্যাবের দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার আভাস পাওয়া গিয়েছিল। ভোটগণনা শেষে সেটাই সত্যি হলো।

প্রসঙ্গত, আগামী বছরের সেপ্টেম্বরে শিনজো আবের দ্বিতীয় মেয়াদের সময় শেষ হওয়ার কথা শিনজো অ্যাবের মেয়াদ। কিন্তু সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির কারণে দেশটিতে সংকট তৈরি হলে আগাম নির্বাচনের ডাক দেন তিনি।

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর