২৪ অক্টোবর, ২০১৭ ০৯:৫৭

ট্রাম্পের অভিশংসনের দাবিতে মার্কিন ব্যবসায়ীর ব্যয় ১ কোটি ডলার

অনলাইন ডেস্ক

ট্রাম্পের অভিশংসনের দাবিতে মার্কিন ব্যবসায়ীর ব্যয় ১ কোটি ডলার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনা-সমালোচনার শীর্ষে ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তার জনপ্রিয়তাও কমেছে উল্লেখযোগ্য হারে। আর তারই জের ধরে এবার প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের দাবিতে নিজ উদ্যোগে ১ কোটি ডলার ব্যয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছেন দেশটির একজন ধনকুবের।

অনলাইন ও টেলিভিশনে ট্রাম্পের অভিশংসনের পক্ষে শুক্রবার বিজ্ঞাপন প্রচার করেন ক্যালিফোর্নিয়ার কোটিপতি ব্যবসায়ী টম স্টেয়ার। বিজ্ঞাপনে জনগণের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন, তারা যেন কংগ্রেসের কাছে চিঠি লিখে প্রেসিডেন্টের অভিশংসন দাবি করেন।

টম স্টেয়ার ইউটিউবে এক মিনিটের একটি ভিডিও বিজ্ঞাপন পোস্ট করেন যেখানে তিনি ট্রাম্পের অভিশংসনের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তার মতে যেসব কারণে ট্রাম্পকে অভিশংসন করা উচিত, তার মধ্যে উল্লেখযোগ্য হল- ‘তিনি (ট্রাম্প) আমাদের পরমাণু যুদ্ধের কিনারে এনে দাঁড় করিয়েছেন। এফবিআইয়ের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছেন, সংবিধানের পরোক্ষ বিদেশি বিনিয়োগের অর্থ গ্রহণ এবং সত্য খবর প্রকাশ করায় সংবাদ প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন।’এসব কাজে ট্রাম্পকে বাধা না দেয়ায় কংগ্রেস সদস্যদেরও অভিযুক্ত করেছেন টম স্টেয়ার।

স্টেয়ার অনুরোধ জানিয়েছেন, মার্কিনিরা যেন তাদের নিজ নিজ এলাকার কংগ্রেস সদস্যদের প্রতি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন করার দাবি রেখে চিঠি লেখেন। কংগ্রেস সদস্যদের প্রতি জনগণকে তিনি বলতে অনুরোধ করেছেন যে, রাজনীতি বন্ধ করে সঠিক কাজটি করার নৈতিক দায়িত্ব রয়েছে তাদের। 

ট্রাম্পের অভিশংসনের দাবিতে অনলাইন ক্যাম্পেইনের জন্য ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন ডেমোক্রেটিক সমর্থক ও তহবিলদাতা টম স্টেয়ার। অভিশংসনের পক্ষে স্বাক্ষর সংগ্রহের জন্য নিডটুইমপিচ ডটকম নামে একটি ওয়েবসাইটও খুলেছেন তিনি। সেখানে টম স্টেয়ার কংগ্রেসের নির্বাচিত সদস্যদের প্রতি একটি খোলা চিঠি লিখেছেন।  যাতে তিনি বলেছেন, ‘আমি আপনাদের প্রতি ট্রাম্পকে অভিশংসনের জন্য অবস্থান গ্রহণের অনুরোধ জানাচ্ছি এবং তাকে অফিস থেকে বিতাড়িত করে আপনাদের দায়িত্ব পালনে আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, এর আগে ২০১২ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারের জন্য ৮ কোটি ৭০ লাখ ডলার তহবিল গঠন করেছিলেন ৬০ বছর বয়সী টম স্টেয়ার। 

সূত্র: এনডিটিভি ও সিএনএন

বিডি-প্রতিদিন/ ২৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর