২৪ অক্টোবর, ২০১৭ ১১:৩৬

'স্প্যানের নিয়ন্ত্রণ মানবে না কাতালোনিয়া'

অনলাইন ডেস্ক

'স্প্যানের নিয়ন্ত্রণ মানবে না কাতালোনিয়া'

কাতালোনিয়ার পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র রাউল রোমেভা বলেছেন, স্প্যানিশ সরকার কাতালোনিয়ার ওপর মাদ্রিদের নিয়ন্ত্রণ পুঃনপ্রতিষ্ঠার নির্দেশ দিলে কাতালান কর্তৃপক্ষ তা মানবে না।
তিনি বিবিসিকে বলেন, কেন্দ্রীয় সরকার কাতালানের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে অপসারণ এবং সংসদে অঞ্চলটির স্বাধীনতা কেড়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। কাতালোনিয়ার বিছিন্নতাবাদী দলগুলোর এই বিষয়ে পরবর্তীতে আলোচনায় বসার কথা রয়েছে।
আগামী শুক্রবার স্প্যানিশ সিনেট আঞ্চলিক নির্বাচনসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের অনুমোদন দেবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর স্বাধীনতার দাবিতে গণভোটের আয়োজন করে কাতালোনিয়া সরকার। ওই নির্বাচনে ৪৩ শতাংশ ভোট কাস্ট হয়। যাতে ৯০ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর