১৮ নভেম্বর, ২০১৭ ০৮:৫০

জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরবকে চীনের সমর্থন

অনলাইন ডেস্ক

জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরবকে চীনের সমর্থন

ফাইল ছবি

জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ও অর্থনীতির অধিক উন্নয়নে সৌদি আরবকে সমর্থন দিয়েছে চীন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে এক ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা বলেন।

রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরতা সত্ত্বেও চীন ঐতিহ্যগতভাবে এ অঞ্চলের সংঘাত বা কূটনীতির ক্ষেত্রে খুব কমই ভূমিকা রেখে আসছে। তবে দেশটি বর্তমানে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে সম্পর্ক জোরদার করার দিকে মনোযোগী হয়েছে। বিশেষ করে চলতি বছরের মার্চে বাদশাহ সালমানের বেইজিং সফরের পর থেকে।

এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযানের প্রেক্ষাপটে সৌদি আরবে বিদ্যমান উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে লন্ডনে একটি সম্মেলন হতে যাচ্ছে। মিডল ইস্ট মনিটর সম্মেলনটির আয়োজন করছে।

শনিবার অনুষ্ঠেয় এ সম্মেলনে অংশ নেবেন শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনীতিকরা। মূল আলোচকদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক দুই নেতা প্যাডি অ্যাশডন ও জ্যাক স্ট্র। তারা দু’জন যথাক্রমে দেশটির পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর