১৮ নভেম্বর, ২০১৭ ১৩:৫৩

গভীর রাতে সৌদি ছাড়লেন সাদ হারিরি

অনলাইন ডেস্ক

গভীর রাতে সৌদি ছাড়লেন সাদ হারিরি

সৌদি সফরে গিয়ে পদত্যাগের ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যে হইচই ফেলে দেওয়া লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি রিয়াদ থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন। লেবাননভিত্তিক ফিউচার টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

শুক্রবার গভীর রাতে দেওয়া এক টুইটে তিনি সৌদি বিমানবন্দরে যাওয়ার কথা জানান। স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা সাথে রয়েছেন।

এদিকে, গালফ কিংডমে তাকে জিম্মি করা হয়েছে বলে যে গুঞ্জন উঠেছিল তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন সাদ আল হারিরি।

এর আগে, রিয়াদ সফরকালে গত ৪ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন সাদ আল হারিরি। তবে তার সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।

চ্যানেলটির খবরে বলা হয়, “সাদ হারিরি তার স্ত্রীসহ নিজের প্রাইভেট জেটে রিয়াদ বিমানবন্দর ছেড়ে লা বুরজে (প্যারিসের কাছে) বিমানবন্দরের দিকে রওনা হয়েছেন।”

আজ শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সাদের ফ্রান্স সফর লেবাননকে ঘিরে দুই আঞ্চলিক পরাশক্তি সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা কিছুটা কমিয়ে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বিবিসির খবরে বলা হচ্ছে, ফ্রান্স সফর শেষে সাদ লেবাননের রাজধানী বৈরুতে ফেরার আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করবেন।

বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর