১৯ নভেম্বর, ২০১৭ ০৯:৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বন্ধের হুমকি ফিলিস্তিনের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বন্ধের হুমকি ফিলিস্তিনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করার হুমকি দিয়েছে ফিলিস্তিন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর অফিস  বন্ধের উদ্যোগ নিয়েছে। ফিলিস্তিন বলছে, যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত কার্যকর করলে তারা দেশটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট শনিবার পিএলওকে জানায়, ওয়াশিংটনে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর অফিস চালু রাখার কোনো যুক্তি তারা খুঁজে পাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পিএলওর অফিস চালানোর ক্ষেত্রে বাধা এলো ১৯৮০ সালের পর প্রথমবারের মতো। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ-আল মালকি বলছেন, প্রতি ছয় মাস পর পর ওয়াশিংটনে পিএলও-র অফিস চালানোর চুক্তি নবায়ন করে আসা হয়। এবারই তা নবায়নে অনীহা দেখিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। সূত্র : আল জাজিরা ও বিবিসি

বিডি প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর