১৯ নভেম্বর, ২০১৭ ১৩:২৬

গোপনে ‘বিধ্বংসী সাবমেরিন’ বানাচ্ছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

গোপনে ‘বিধ্বংসী সাবমেরিন’ বানাচ্ছে উত্তর কোরিয়া

সংগৃহীত ছবি

একের পর এক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে উত্তর কোরিয়া। কিছু ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ্যে আনলেও অনেক কিছুই গোপন রাখছে দেশটি। তবে গোপনে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম এমন সাবমেরিন (ডুবোজাহাজ) বানানোর স্যাটেলাইট দৃশ্য পাওয়া গেছে। দেশটির পরমাণু কার্যক্রমের উপর পর্যবেক্ষণকারী গ্রুপ ‘৩৮ নর্থ’ স্যাটেলাইট থেকে পাওয়া নতুন কিছু ছবি বিশ্লেষণ করে এমন দাবি করেছে। 

৩৮ নর্থ গ্রুপের বিশ্লেষকরা দাবি করেছেন, স্যাটেলাইটের ছবিগুলো বিশ্লেষণ করে ইঙ্গিত পাওয়া গেছে, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহন ও উৎক্ষেপণে সক্ষম আরো একটি সাবমেরিন বানাচ্ছে তারা। তবে এ বিষয়ে পিয়ংইয়ং কোনো তথ্য প্রকাশ করেনি। ওই গ্রুপের ওয়েবসাইটে বলা হয়েছে, এই সাবমেরিন নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে।

স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, ২০১৭ সাল জুড়ে ওই শিপইয়ার্ডে কাজ চলছে। বড় বড় জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হচ্ছে। নির্মাণসামগ্রী রাখার বড় হলরুম থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র বের করা হচ্ছে। ৩৮ নর্থ- এর বিশ্লেষকরা দাবি করছেন, বড় কোনো জাহাজ নির্মাণের কর্মযজ্ঞ এটি।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর