২০ নভেম্বর, ২০১৭ ১২:২১
খবর কলকাতা নিউজ'র

ছয় দিনের দ্বিপাক্ষিক মহড়ার জন্য ভারতে মিয়ানমার সেনারা

অনলাইন ডেস্ক

ছয় দিনের দ্বিপাক্ষিক মহড়ার জন্য ভারতে মিয়ানমার সেনারা

সংগৃহীত ছবি

ভারত ও মিয়ানমারের মধ্যে এই প্রথম সামরিক মহড়া হতে চলেছে৷ ভারতীয় সেনাদের সঙ্গে ছয় দিনের সেই দ্বিপাক্ষিক মহড়ার জন্য রবিবারই মেঘালয়ের উমরোইয়ে হাজির হয়েছে মিয়ানমার সেনাবাহিনী থেকে ১৫ কর্মকর্তাদের একটি দল৷

গুয়াহাটির ডিফেন্স পিআরও লেফট্যানেন্ট কর্ণেল সুনীত নিউটন জানান, United Nations Peacekeeping Operations-এ অংশগ্রহণের জন্যই মূলত এই মহড়া৷ উমরোইয়ে ভারতীয় সেনার Joint Training Node-এ এই দ্বিপাক্ষিক মহড়া হবে বলে জানা গেছে৷ ভারতের পক্ষ থেকে এতে রয়েছেন ১৬জন কর্মকর্তা৷

তবে ভারতের UNPKO বিষয়ে আগে থেকেই অভিজ্ঞতা রয়েছে৷ এই মহড়ার উদ্দেশ্য, মিয়ানমারের সেনা কর্মকর্তাদের UNPKO সম্পর্কে বিভিন্ন বিষয়ে অবগত করা৷

চলতি মাসের প্রথম দিকে একই স্থানে ভারত এবং বাংলাদেশের মধ্যে মহড়া চলে যার লক্ষ্যই ছিল দুই দেশের সেনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা৷

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর