২০ নভেম্বর, ২০১৭ ১৬:৩৮

নয় বছর কোমায় থাকার পর মারা গেলেন মন্ত্রী

অনলাইন ডেস্ক

নয় বছর কোমায় থাকার পর মারা গেলেন মন্ত্রী

ভারতের চতুর্দশ লোকসভার অন্যতম সদস্য প্রিয়রঞ্জন দাশমুন্সি দীর্ঘ ৯ বছর কোমায় থাকার পর আজ সোমবার দুপুরে মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

জানা যায়, ২০০৮ সালে স্ট্রোকে আক্রান্ত হন প্রিয়রঞ্জন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির অ্যাপোলো হাসপাতালে। কোমাচ্ছন্ন অবস্থায় ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ। কংগ্রেসের এই নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির রাজনৈতিক মহলে।

স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর ডাক্তাররা জানিয়েছিলেন, মস্তিষ্কে রক্তসরবরাহ ছিন্ন হয়েছে তার। সে জন্যই তিনি কথা বলতে পারবেন না বা কাউকে চিনতে পারবেন না। ট্র্যাকিয়োস্টোমি টিউবের মাধ্যমে তিনি শুধু নিঃশ্বাসটুকু নিচ্ছিলেন। মৃত্যুর সময় প্রিয়রঞ্জনের পাশে ছিলেন তার স্ত্রী দীপা দাশমুন্সি ও ছেলে মিছিল। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে ২০০৪ সালে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বেও ছিলেন তিনি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর