২০ নভেম্বর, ২০১৭ ২১:৩৬

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২০

অনলাইন ডেস্ক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২০

সংগৃহীত ছবি

পাকিস্তানে ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।

সোমবার দেশটির সিন্ধ প্রদেশের খাইরপুর জেলায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তাদের মতে, তেহারি বাইপাসে ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে ভ্যান চালক। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। সংঘর্ষের ফলে যানবাহন দুইটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

খাইরপুর পুলিশের সিনিয়র সুপারিন্টেনডেন্ট আজফর মহেসর বলেন, জীবিতরা পুলিশকে জানিয়েছে যে ভ্যান চালক ঘন কুয়াশার মধ্যে ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করায় এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা পাকিস্তানের গণমাধ্যম ডনকে বলেন, ট্রাকবোঝাই কয়লার জন্য অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করতে বেশ দেরি হয়ে যায়। মরদেহগুলো বের করার জন্য ট্রাকটির বিভিন্ন অংশ কাটতে হয়েছে।

নিহত ও আহতদের খাইরপুর সিভিল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ১২ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিপ্রতিদিন/ ২০ নভেম্বর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর