২১ নভেম্বর, ২০১৭ ০৯:৪৫

উত্তর কোরিয়া সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়া সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি আর যুদ্ধের প্রস্তুতি। আর তারই জের ধরে এবার উত্তর কোরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ রাষ্ট্র হিসেবে পুনরায় তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে এ ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বড়সড় নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

বৈঠকে ট্রাম্প বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরও আগে কঠোর হওয়া উচিত ছিল। তিনি দেশটির পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক সহায়তারও কড়া সমালোচনা করেন। এর ফলে দীর্ঘ নয় বছর পর কিম জং উনের দেশ এই তালিকায় স্থান পেল।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়াকে এ হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে দেশটিকে চেপে ধরতে গত সপ্তাহে এশিয়া সফরও করেন তিনি।

সূত্র: বিবিসি

বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর