২২ নভেম্বর, ২০১৭ ১৪:১০

ইসরাইলের অপতৎপরতা মোকাবেলায় সজাগ থাকতে হবে : লেবানন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

ইসরাইলের অপতৎপরতা মোকাবেলায় সজাগ থাকতে হবে : লেবানন সেনাপ্রধান

লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন

ইসরাইলের হুমকি ও অপতৎপরতা মোকাবিলায় নিজ দেশের সেনাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন। মঙ্গলবার সামরিক বাহিনীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ নির্দেশনা দেন তিনি।

টুইটবার্তায় সেনাপ্রধান জোসেফ লেখেন, ইসরাইল তার অপতৎপরতা অব্যাহত রেখেছে। ইসরাইলের হুমকি এবং অপতৎপরতা মোকাবেলা করতে হবে, পাশাপাশি, তাদের শত্রুভাবাপন্ন মনোভাবের বিষয়ে সজাগ থাকতে হবে।

বার্তায় লেবাননে অবস্থান করা জাতিসংঘ শান্তিরক্ষীদের সাথে সহযোগিতা করতেও সেনাবাহিনীকে আহ্বান জানান জেনারেল আউন।

২০০৬ সালের লেবাননে ইসরাইলি আগ্রাসনের পর থেকেই দেশটিতে জাতিসংঘের সেনারা অবস্থান করছে।

বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর