২২ নভেম্বর, ২০১৭ ১৪:৩০

মদ খেয়ে গাড়ি চালালেই এবার সোজা জেলে!

অনলাইন ডেস্ক

মদ খেয়ে গাড়ি চালালেই এবার সোজা জেলে!

প্রতীকী ছবি

কলকাতায় আগেই আইন হয়েছে, এবার একই পথে এগিয়েছে দিল্লিও। মদপান করে গাড়ি চালালে, সেই চালকের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা হবে বলে জানিয়েছেন দিল্লি পুলিশ। এতদিন দিল্লিতে মদপান করে গাড়ি চালালে শাস্তি চালান ইস্যু ও লাইসেন্স সাসপেন্ড করাতেই সীমাবন্ধ ছিল। সড়ক দুর্ঘটনা কমাতে এবার আরও কড়া সিদ্ধান্ত নেওয়া হয়।

শীতের শুরুতে এমনিতেই দৃশ্যমানতা অনেক কমেছে দিল্লিতে। পাল্লা দিয়ে বেড়েছে পথ দুর্ঘটনার আশঙ্কাও। তাই এবার মদ খেয়ে গাড়ি চালালেই সোজা জেল। 

গত বছরের তুলনায় দিল্লিতে পথ দুর্ঘটনার সংখ্যা এ বছর অনেকটাই কমেছে বলে জানাচ্ছে পুলিশ। যেখানে ২০১৬-তে ১৩৭৩ জনের মৃত্যু হয়েছিল, সেখানে চলতি বছরে এখমও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৯৯ জনের। এই দুর্ঘটনার এক তৃতীয়াংশই মদ খেয়ে গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া আইন আনার পাশাপাশি চলবে সচেতনতামূলক প্রচারও।

বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর