২৩ নভেম্বর, ২০১৭ ১০:৪৮

গণতন্ত্র ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি জিম্বাবুয়ের নতুন নেতার

অনলাইন ডেস্ক

গণতন্ত্র ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি জিম্বাবুয়ের নতুন নেতার

জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল শুক্রবারই দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া। 

৩৭ বছরের শাসনের পর প্রবল জনরোষ ও চাপের মুখে গত মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন রবার্ট মুগাবে। এ ঘটনার পর এমারসন পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন বলে গতকাল বুধবার টেলিভিশনে জানানো হয়। খবর পেয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন তিনি।

এসময় রাজধানীতে হারারেতে তাকে স্বাগত জানাতে আসা নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আশার বাণী শোনার জিম্বাবুয়ের নতুন নেতা। গণতন্ত্রের বিকাশ এবং সারাদেশে কর্মসংস্থানের আশ্বাস দেন, যেখানে দেশটির শতকরা ৯০ ভাগ লোক বেকার বলে ধারণ করা হয়।

উৎসুক জনতার উদ্দেশ্যে এমারসন নানগাগওয়া বলেন, আমরা আমাদের অর্থনীতিতে চাঙ্গা করতে চাই। আমরা শান্তি চাই; কাজ, কাজ, কাজ চাই।

নানগাগওয়ার বেকারত্ব অবসানের এই ঘোষণায় ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির সদর দপ্তরের সামনে উল্লাসে ফেটে পরে জনতা।

একই সঙ্গে শান্তিপূর্ণভাবে রবার্ট মুগাবের বিদায়ের জন্য দেশটির সেনাবাহিনী ও দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।

সূত্র: বিবিসি

বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর