২৩ নভেম্বর, ২০১৭ ১২:০৯

ট্রাম্পের বক্তব্য মারাত্মক উস্কানিমূলক, দাবি উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক

ট্রাম্পের বক্তব্য মারাত্মক উস্কানিমূলক, দাবি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশ হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। ট্রাম্পের বক্তব্যকে ‘মারাত্মক উস্কানিমূলক’ বলে দাবি করেছে উত্তর কোরিয়া। আজ বৃহস্পতিবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে পার্স টুডে, নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র উৎপাদনের যে সিদ্ধান্ত নিয়েছে তা যে যথার্থ ছিল ট্রাম্পের বক্তব্য তার প্রমাণ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, সন্ত্রাসবাদের সঙ্গে দেশটির কোনো সম্পর্ক নেই। উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে তারা পিয়ংইয়ংকে ধ্বংস করে ফেলতে চায়।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে মন্ত্রিসভার এক বৈঠকে উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার দায়ে অভিযুক্ত করেন। 

পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে এই অভিযোগ অনেক আগেই উত্থাপন করা উচিত ছিল বলেও দাবি করেন ট্রাম্প।

বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর