২৪ নভেম্বর, ২০১৭ ১৭:৩০

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করা হবে : তুরস্ক

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করা হবে : তুরস্ক

সংগৃহীত ছবি

নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে তুরস্ক সাধ্যমতো চেষ্টা করবে বলে জানিয়েছেন দেশটির সানলিউরফা প্রদেশের গভর্নর আব্দুল্লাহ এরিন। তুরস্ক সফররত বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আজ দেশটির সানলিউরফা প্রদেশের গভর্নর আব্দুল্লাহ এরিনের সঙ্গে তার কার্যালয়ে মতবিনিময়কালে গভর্নর এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৈঠকে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক জনমত ও তহবিল গঠনে তুরস্ক আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে গভর্নর আব্দুল্লাহ এরিন বলেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট ও সরকার মিয়ানমারের রোহিঙ্গাদের বিষয়ে খুবই আন্তরিক বিধায় পরিস্থিতি দেখতে প্রেসিডেন্ট তার পত্নী এবং দেশটির উপপ্রধানমন্ত্রীকে বাংলাদেশে পাঠিয়েছেন’।

গভর্নর আব্দুল্লাহ এরিন আরো বলেন, তুরস্কে আশ্রয় নেয়া সিরিয়ান শরণার্থী ক্যাম্পের অভিজ্ঞতার আলোকে তুরস্ক বাংলাদেশে রোহিঙ্গাদের ক্যাম্প ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।
 ত্রাণমন্ত্রী পরে সানলিউরফা প্রদেশে অবস্থিত সিরিয়ান শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। 

বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর