২৪ নভেম্বর, ২০১৭ ১৮:১৪

'টুইন টাওয়ার' হামলার পরে কতটা সন্তুষ্টিতে ছিলেন লাদেন!

অনলাইন ডেস্ক

'টুইন টাওয়ার' হামলার পরে কতটা সন্তুষ্টিতে ছিলেন লাদেন!

ফাইল ছবি

৯/‌১১ হামলার আতঙ্ক কোনও দিনও ভুলতে পারবে না বিশ্ববাসী। কিন্তু সেই হামলার পরে কতটা সন্তুষ্ট হয়েছিলেন ওসামা বিন লাদেন সেকথা তিনি নিজেই জানিয়েছিল সাংবাদিক হামিদ মীরকে। লাদেনের একাধিক সাক্ষাৎকার নিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন মীর। আর মীরই সেই সাংবাদিক যিনি শেষবারের মতো লাদেনের সাক্ষাৎকার নিতে পেরেছিলেন। 

মীর জানান, ‌হামলার পরে আফগানিস্তানের অবস্থা ছিল ভয়াবহ। সন্ত্রাসবাদীরা প্রকাশ্যে লুটপাট চালাচ্ছিল। প্রাণের ভয়ও ছিল। মীরের পরিচিত আল কায়েদার ঘনিষ্ঠ এক ব্যক্তি তাকে সঙ্গে নিয়ে কাবুলের দিকে রওনা দেন। মীরের চোখ বেঁধে একটি অ্যাম্বুল্যান্সে বসানো হয়েছিল। কাবুল থেকে মীরকে নিয়ে যাওয়া হয় তোরাবোরার গুহাতে। 

মীরের কথায়, "‌লাদেন খুবই শান্ত এবং নম্র স্বভাবের মানুষ। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কেন এত মানুষ মেরেছো। সরাসরি লাদেন কোনও উত্তর দিতে পারেনি। ঈশ্বরের নির্দেশ জাতীয় কথাবার্তা বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এ–ও বলেছিল, ৯/‌১১ হামলার পিছনে একা আমিই দায়ী নই।"

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর