২৫ নভেম্বর, ২০১৭ ০৮:৫৯

প্যারিসের রাস্তায় হঠাৎ বাঘ, অতঃপর...

অনলাইন ডেস্ক

প্যারিসের রাস্তায় হঠাৎ বাঘ, অতঃপর...

ভ্রমণ পিপাসুদের কাছে পছন্দের অন্যতম একটি জায়গা প্যারিস। কারণ এই শহরেই রয়েছে ফরাসি স্থাপত্যের অনন্য নিদর্শন আইফেল টাওয়ার। কিন্তু যদি এমন হয় আইফেল টাওয়ার দেখতে গিয়ে আপনি দেখা পেলেন বিশাল এক বাঘের। তখন আপনার মনের ভেতরে কেমন উপলব্ধি হতে পারে? ভাবছেন, এক সঙ্গে দুটি জিনিস দেখা হয়ে গেল। কিন্তু সেই বাঘটি খাঁচাবন্দী না হয়ে যদি মুক্তভাবে ঘোরাফেরা করতে থাকে- আপনার মধ্যে তখন প্রাণ যায় যায় অবস্থা। অনেকটা সেটাই ঘটেছে প্যারিসের কেন্দ্রে ফিফটিনথ ডিস্ট্রিক্টে। তবে কারো কোনো ক্ষতি করার আগেই বাঘটিকে মেরে ফেলা সম্ভব হয়েছে।

বিবিসি জানায়, বাঘটিকে একটি সার্কাস প্রতিষ্ঠান নিয়ে এসেছে, যাদের ৩ ডিসেম্বর থেকে  সার্কাস প্রদর্শনীর কথা রয়েছে।

কিন্তু শুক্রবার সার্কাস থেকে বেরিয়ে যায় বাঘটি। এরপর প্যারিস জুড়ে সেটি ঘোরাফেরা করতে শুরু করে। আইফেল টাওয়ারের দক্ষিণে রাস্তায় বাঘ দেখে জরুরি বিভাগে খবর দেয় স্থানীয়রা। তবে কারো ক্ষতি হবার আগে সার্কাসের লোকজনই শটগানের গুলি দিয়ে বাঘটিকে মেরে ফেলে।

এদিকে, প্যারিস পুলিশ জানিয়েছে, বাঘটি গুলি করে মেরে ফেলায় বিপদ কেটে গেছে। একই সঙ্গে সার্কাস মালিককে হেফাজতে নেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/মাহবুব 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর